Tiger Missing: বাঘিনী পালিয়েছে! সতর্কতা জারি জঙ্গল সংলগ্ন বিভিন্ন এলাকায়

Published On:

Tiger Missing: “পায়ে পড়ি বাঘ মামা, কোরো নাকো রাগ মামা”! ‘হীরক রাজার দেশে’ সিনেমার সেই গানটি মনে পড়ে? হীরক রাজের কোষাগারে বাঘকে দেখে এই গানই গেয়ে উঠেছিলেন গুপি গাইন! তবে সে বাঘ মামা ছিল দরজার ভিতরে, কিন্তু ইনি দরজার বাইরে। তবে মামা নয় বরং মামি বললে যথোপযুক্ত হবে। তিনি আসলে ওড়িশার (Odisha) সিমলিপাল রিজার্ভ ফরেস্ট (Simlipal Forest) থেকে পলাতকা ৩ বছর বয়সী বাঘিনী (Tiger Missing)। সূত্রের খবর, আপাতত বাঘিনীটির রেডিও কলার থেকে প্রাপ্ত সিগন্যাল থেকে জানা গিয়েছে বাঘিনীটি ঝাড়খণ্ডের চাকুলিয়ার নিকটবর্তী রাজাবাসার জঙ্গলে অবস্থান করছে।

ওড়িশা ও ঝাড়খণ্ডের বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ওড়িশার সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে একটি ৩ বছর বয়সী বাঘিনী জিনাত, ঐ জঙ্গলের এলাকা ছেড়ে গিয়েছে। বাঘিনীটির রেডিও কলার থেকে প্রাপ্ত সিগন্যাল থেকে জানা গিয়েছে, আপাতত বাঘিনীটি ঝাড়খণ্ডের চাকুলিয়ার নিকটবর্তী রাজাবাসার জঙ্গলে অবস্থান করছে। সিমলিপালের ফরেস্ট ডিরেক্টর জানিয়েছেন, বাঘিনীটি সারা রাত ঘুরে ওড়িশার সীমানা পেরিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে।

বাঘিনীর অবস্থান বদলে আতঙ্ক ছড়িয়েছে ঝাড়খণ্ড ও ওড়িশার জঙ্গল সন্নিহিত গ্রামগুলিতে। বাঘিনীটিকে চিহ্নিত করার জন্য বনদপ্তরের তরফের ২৫ জনের একটি দল কাজ করছে। তাঁরা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বাঘটির অবস্থান নির্দিষ্ট করছেন। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমানায় জঙ্গলঘেঁষা এলাকার তথা গিধনী, বালিডিহা, চান্দুয়া, টাঙ্গাসোলি ইত্যাদি এলাকার অধিবাসীদের বন দফতরের তরফে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।