বিক্রম ব্যানার্জী: বাংলাদেশে ইউনূস সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে কুরবানী হওয়া 40 হাজার পশুর মাংস পাঠাবে সৌদি আরব(Saudi Arabia)। দেশটির ঢাকা দূতাবাস ওপার বাংলার পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রের খবর, রয়্যাল দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক চিঠিতে জানায়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে সৌদি আরবের হজ্ব মরসুম 1445 হিজরির কুরবানী মাংস প্রকল্পের অংশ হিসেবে মাংসগুলি গোটা বিশ্বের মুসলিম দেশগুলির মধ্যে বিতরণ করার এক বড় পদক্ষেপ নিয়েছে সৌদি আরবের সরকার। আর সেই সূত্র ধরেই বাংলাদেশেও প্রায় 40 হাজার কুরবানী হওয়া পশুর মাংস পাঠানো হবে।
সূত্র বলছে, মোট 24টি কন্টেইনারে করে আগামী 2 ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দরে অন্তত 372 টন মাংস পৌঁছানোর কথা রয়েছে। চিঠিতে আরো বলা হয়, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রকের প্রতি প্রবল শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে পাঠানো মাংস গুলি তারা যেন দেশের জনগণকে সমপরিমাণে বিতরণ করে।