OBC certificate case: পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র বাতিলের মামলার শুনানিতে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারও সংরক্ষণ পাওয়া উচিত নয়, বলে পর্যবেক্ষণে জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই। সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিলের মামলার (OBC certificate case) শুনানির সময় রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের সওয়ালের জবাবে তিনি এই পর্যবেক্ষণ প্রকাশ করেন।
এইদিন সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি ছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে ২০১০ সালের পর থেকে দেওয়া ওবিসি সার্টিফিকেট। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সেই নির্দেশে স্থগিতাদেশ দাবি করেন। রঙ্গনাথ কমিশন মুসলিমদের জন্য সংরক্ষণের সুপারিশ করেছিল বলেও জানান তিনি। কপিল সিব্বলের সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি বিআর গাভাইয়ের পর্যবেক্ষণ, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারও সংরক্ষণ পাওয়া উচিত নয়। সংরক্ষণের তালিকা প্রস্তুত নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত। কমিশন গঠন না-করেও রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় কী ভাবে সংরক্ষণের তালিকা প্রস্তুত করলো তা জানতে চান বিচারপতি কেভি বিশ্বনাথন।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। এই সময়কালে অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্তদের সংরক্ষণের জন্য দেওয়া ওবিসি শংসাপত্র ব্যবহার করা যাবে না চাকরির ক্ষেত্রেও। তবে যাঁরা ইতিমধ্যে এই শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়ে গেছেন তাঁদের ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। সোমবার এই মামলার শুনানিতে রাজ্য সরকার হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশের দাবি জানায়। যদিও শীর্ষ আদালত জানিয়েছে, এখনই এই মামলায় কোনও নির্দেশ আদালত দেবে না। জানুয়ারী মাসে মামলার পরবর্তী শুনানি হবে।