Abdolrahim Mousavi: ইজরায়েলসহ অন্যান্য শত্রুপক্ষের হুমকির বিরুদ্ধে প্রস্তুত ইরান! হুঁশিয়ারি ইরানি সেনা প্রধানের

Published On:

বিক্রম ব্যানার্জী: শত্রুপক্ষকে চমকে দিয়ে বড়সড় বক্তব্য রাখলেন ইরান সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি(Abdolrahim Mousavi)। ইরানের ক্ষমতার কথা স্মরণ করিয়ে এদিন মেজর জেনারেল জানান, সশস্ত্র বাহিনীর যে কোনও প্রকার হুমকি মোকাবিলায় আটঘাট বেঁধে তৈরি ইরান।

ইজরায়েল সহ অন্যান্য ইরান বিরোধী সশস্ত্র সংগঠনগুলিকে এক হাতে নিয়ে সোমবার এজেএ ইউনিভার্সিটি অফ কমান্ড অ্যান্ড স্টাফ-এর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুসাভি জানান, সশস্ত্র বাহিনীর কাজ শত্রুপক্ষের যে কোনও হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকা।

এই প্রস্তুতি সব সময়ে বজায় রাখা উচিত। তবে ইরান শুধুমাত্র সশস্ত্র বাহিনীর ওপরেই নির্ভর করে নেই। গোটা দেশের আদর্শ রক্ষার জন্য সমগ্র জাতি একসঙ্গে কাজ করে। ইরান বিরোধী গোষ্ঠীগুলিকে হুঁশিয়ারি দিয়ে সেনাপ্রধানের শেষ সংযোজন, শত্রু পক্ষের হামলাকারী হুমকির জন্য সবসময় প্রস্তুত ইরান।

আমরা আমাদের দায়িত্ব পালনে অটল, যা ইরানকে গোটা বিশ্বের অন্যান্য দেশ গুলির থেকে অনেকটাই আলাদা করেছে। মুসাভির মতে, শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ, প্রচেষ্টা ইরানের ব্যক্তিগত প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও উন্নত করে তুলেছে। যার ওপর ভিত্তি করে বিরোধী গোষ্ঠীগুলির মোকাবিলায় সদা প্রস্তুত ইরান।

আরও পড়ুন: দলের নেট প্র্যাকটিস ভক্তদের দেখতে দিতে চান না রোহিতরা! টিম ইন্ডিয়ার অস্বস্তি এড়াতে জারি হলো নিষেধাজ্ঞ