Kharagpur: খড়গপুরে নিজের বাড়িতেই নিগৃহীত হলেন খড়গপুর পুরসভার (Kharagpur Municipality) পৌরপ্রধান কল্যাণী ঘোষ (Kalyani Ghosh)! অভিযুক্ত মহম্মদ ঈশান দলেরই তাঁরই দল তথা তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরে (Paschim Midnapore)। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। পুলিশে অভিযোগ জানান পৌরপ্রধান। শনিবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে নিজের দফতর থেকে সদ্য বাড়িতে ফিরেছিলেন পৌরপ্রধান কল্যাণী ঘোষ। রাত সাড়ে ১০টা নাগাদ তাঁর বাড়ির সামনে উপস্থিত হয় মহম্মদ ঈশান নামে ঐ যুবক। সেখান থেকেই পৌরপ্রধানকে ফোন করে জাতিগত শংসাপত্রে সই করার কথা জানায়। পৌরপ্রধান তাকে পরের দিন সকালে আসতে অনুরোধ করেন। তারপরেই রাগান্বিত হয়ে ওঠে ঐ যুবক। অভিযোগ, পৌরপ্রধানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা শুরু করে সে। সেই আওয়াজে আশেপাশের লোকজন বাড়ি থেকে বের হয়ে আসেন। পৌরপ্রধানের পুত্র বাড়ির দরজা খুললে তাঁর সঙ্গেও তর্কাতর্কি শুরু করে অভিযুক্ত যুবক। পরিস্থিতি সামাল দিতে পৌরপ্রধান কল্যাণী ঘোষ বাড়ির দরজায় এলে ঐ যুবক তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগ। এর পরে এলাকার বাসিন্দারা ঐ যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
এই শারীরিক ও মানসিক নিগ্রহের ঘটনায় বিধ্বস্ত পৌরপ্রধান। পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু খড়গপুর শহরের খোদ পৌরপ্রধান নিজের বাড়িতে এই ভাবে নিগৃহীতা হওয়ায় প্রশ্ন উঠেছে রাতের শহরের নিরাপত্তা নিয়ে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। এই ধরণের ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া যায়না বলে জানিয়েছে দলীয় স্তরে তদন্তেরও আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে বিরোধীদের ইঙ্গিত শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে। যদিও মহিলা পৌরপ্রধানের নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করেছেন তাঁরাও।