চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Kharagpur IIT Agrovision: কৃষিক্ষেত্রে অভিনব বিভিন্ন প্রযুক্তির সম্ভার উপস্থাপিত করলো আইআইটি খড়গপুর (Kharagpur IIT)। নাগপুরে আয়োজিত ১৫তম অ্যাগ্রোভিশনে (Agrovision) আইআইটি খড়গপুরের এগ্রিবিজনেস ইনকিউবিশন ফাউন্ডেশনের (ABIF) তরফে ১৭টি স্টার্টআপের কৃষিপ্রযুক্তিগত আবিষ্কার উপস্থাপিত হয়। আবিষ্কারগুলি পরবর্তীতে দেশের কৃষিপ্রযুক্তিগত ক্ষেত্রে যুগান্তকারী হতে পারে এবং কৃষিকাজকে আরও সময়োপযোগী ও সরল করে তুলবে বলে অভিমত বিশেষজ্ঞমহলের।
সম্প্রতি নাগপুরের ধাবায় পিডিকেভি গ্রাউন্ডে আয়োজিত হয়েছিল ১৫তম অ্যাগ্রোভিশন। ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলে দেশের কৃষিক্ষেত্রের উপযোগী বহু নতুন নতুন প্রযুক্তির প্রদর্শনী। ইভেন্টটির সূচনা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডগড়ি। অংশ নিয়েছিল ৪০০ প্রদর্শক ও ৩০টি ওয়ার্কশপ। এই প্রদর্শনীতে আইআইটি খড়গপুরের তরফে অংশ নেয় এগ্রিবিজনেস ইনকিউবিশন ফাউন্ডেশন। তাদের তরফে ১৭টি স্টার্টআপের আবিষ্কার পরিবেশিত হয় প্রদর্শনীতে।
এবিআইএফ-এর তরফে উপস্থাপিত উল্লেখযোগ্য প্রযুক্তিগুলি যথাক্রমে- ম্যাক্সগ্রিন ট্রাকটরের ব্যাটারি চালিত ট্রাক্টর, ভৌম ইনোভেশনের ট্রাক্টর পরিচালিত স্টোন পিকার মেশিন, রুরাল রাইজ এগ্রিনারির ছোট কৃষিকাজের যন্ত্র, ট্রাইবগ্রিন অ্যাগ্রোফরেস্ট্রির কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত টিমবার ভ্যালু ক্যালকুলেটর, অ্যানিমেটা অ্যাগ্রোটেকের ভেষজ ঔষধের ভেটেনারি অ্যাডভাইসরি প্ল্যাটফর্ম প্রভৃতি। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডগড়ি ও ডঃ পঞ্জাবরাও দেশমুখ কৃষি বিদ্যাপিঠের ভাইস চ্যান্সেলর ডঃ সরদ গডখের সঙ্গে একটি বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন এবিআইএফ-এর তরফে টিবিআই ম্যানেজার দীপাংশু তাম্ভরে। আলোচনায় দেশের কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবনে ও স্টার্টআপের উন্নতিতে এবিআইএফ-এর দায়বদ্ধতার বিষয়টি উঠে আসে।