বিক্রম ব্যানার্জী: গোপন সূত্রে খবর পেয়ে রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তে ওপার বাংলার তরফে তুর্কি ড্রোন মোতায়েনের দাবি জানিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম। এবার সেই দাবিকে সম্পূর্ণ ভুয়ো ও অযৌক্তিক বলে দাগিয়ে দিল বাংলাদেশের(Bangladesh) প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস উইং।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূসের প্রেস উইংয়ের ভেরিফাইড ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ থেকে ভারতীয় সংবাদ মাধ্যমের বিরুদ্ধে সুর উঁচিয়ে জানানো হয়, ‘ভারতীয় সংবাদমাধ্যম যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’ এ প্রসঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ তাদের নিয়মিত কার্যক্রম ছাড়া, দেশের আর কোথাও ড্রোন মোতায়েন করেনি। ভারতের এই ধরনের সংবাদ বাংলাদেশের বিরুদ্ধে একটি অর্চেস্ট্রেটেড অভিযানের অংশ।’
ঘটনার ঠিক পূর্ব মুহূর্তে, শনিবার সকালে বেশ কিছু দেশীয় সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে তুর্কি ড্রোন মোতায়েন করছে বাংলাদেশ।প্রতিবেদনে জানানো হয়, ‘রাজ্যের সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি 2′ ড্রোন সীমান্তের বিভিন্ন এলাকায় মোতায়েন করেছে বাংলাদেশ। মূলত ভারতের সাথে চলমান উত্তেজনা বৃদ্ধি করতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই প্রাথমিক ধারণা।’
প্রতিবেদনে আরও জানানো হয়, ‘ভারতের গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চলে নজরদারির জন্য এই ধরনের ড্রোন মোতায়েন উদ্বেগ বাড়িয়েছে। এই ড্রোন মূলত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। বাংলাদেশের এই ড্রোন মোতায়েনের জন্য সীমান্তে নজরদারি মজবুত করেছে ভারত।’ তবে ভারতীয় সংবাদ মাধ্যমের এই দাবি এক বাক্যে অস্বীকার করেছে বাংলাদেশ।
আরও পড়ুন: 13 বছর বয়সী বৈভবের ভয়ে কাঁপছে বাংলাদেশ! ফাইনালে ঝড় তুলবে রাজস্থান রয়্যালসের নবাগত?