Purba Midnapore: কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, পূর্ব মেদিনীপুরে বিচ্ছিন্ন ৪ হাজার অবৈধ জলের লাইন

Published On:

Purba Midnapore: জল জীবন মিশন (Jal Jibon Mission) প্রকল্প নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই অবৈধ জল ব্যবহারকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিল জনস্বাস্থ্য বিভাগ। পূর্ব মেদিনীপুরে (Purba Midnapore) পরিশ্রুত পানীয় জলের অপব্যবহার রুখতে প্রায় ৪ হাজার অবৈধ সংযোগের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। সেই সঙ্গে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পূর্ব মেদিনীপুরে (Purba Midnapore) যৌথ অভিযান জেলা পুলিশ ও পিএইচই দফতরের (PHE Department)।

রাজ্যের ঘরে ঘরে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে জল জীবন মিশন প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। পূর্ব মেদিনীপুর জেলায় ইতিমধ্যে মোট ১১ লক্ষ ৬২হাজার পরিবারের মধ্যে ৫ লক্ষ ৬৪ হাজার পরিবার পানীয় জলের সংযোগ পেয়েছে। সেই সঙ্গে রূপনারায়ণ নদের জলকে পরিশ্রুত করে কোলাঘাট ব্লকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। অভিযোগ, একশ্রেণির মানুষজন সেই জলের অপব্যবহার করছেন। ট্যাপের পানীয় জলকে ব্যবহার করা হচ্ছে জমির চাষের কাজে। অবৈধ সংযোগের মাধ্যমে বা পাইপ ফাটিয়ে জল সংগ্রহ করে বাসন মাজা, কাপড় কাচা, পশুদের স্নান করানো থেকে শুরু করে সবজি ক্ষেতে জল দেওয়াও চলছে।

সম্প্রতি এই ভাবে পানীয় জলের অপব্যবহার নিয়ে প্রশাসনিক স্তরে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিএইচই-র এই প্রকল্প নিয়ে দপ্তরের মন্ত্রী, প্রধান সচিব এবং উচ্চ পদস্থ ইঞ্জিনিয়ারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে জলের অপব্যবহার রুখতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলায় গত পাঁচ দিন ধরে চলছে অভিযান। ইতিমধ্যে প্রায় চার হাজারেরও বেশি এফআইআর দায়ের করা হয়েছে। তমলুকে ১৭৫টি, কোলাঘাটে ১০৫টি, পাঁশকুড়ায় ২০টি, চণ্ডীপুর ১৫টি, ময়না এবং নন্দকুমারে ২৫ টি জলের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পুলিশ ও পিএইচই দপ্তর যৌথ ভাবে এই অভিযান চালাচ্ছে। জেলায় পানীয় জলের অপব্যবহার রুখতে এই অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।