বিক্রম ব্যানার্জী: অশান্ত বাংলাদেশ (Bangladesh) পাকিস্তানের(Pakistan) সাথে সম্পর্ক মজবুত করতে মরিয়া। একদিকে ওপার বাংলায়(Bangladesh) প্রতিদিন অত্যাচারিত হচ্ছেন শয়ে শয়ে হিন্দু, অন্যদিকে ভারত বিদ্বেষী পাকিস্তানের(Pakistan) সাথে বাণিজ্যিক সম্পর্ক চাঙ্গা করে তুলতে কোমর বেঁধে নেমেছে ইউনূস সরকার। সূত্রের খবর, খুব শীঘ্রই সরাসরি বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বিমান পরিষেবা চালু করবে পদ্মা পাড়ের দেশ(Bangladesh)। শুক্রবার পাকিস্তানের(Pakistan) এক জনপ্রিয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানায়, করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এস এম মাহবুবুল আলম বলেছেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট পরিষেবা চালু করা হবে। তার বক্তব্য, হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সহায়তায় দুই দেশের আমদানি ও রপ্তানিকারকদের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। তাছাড়াও আসন্ন 2025 সালের জানুয়ারিতে ঢাকায় বার্ষিক বাণিজ্য প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা। আর সেখানেই নাকি উপস্থিত থাকবেন পাকিস্তানের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা।
পাকিস্তানে কর্মরত বাংলাদেশের হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ অন্তত 80টি দেশে দেশীয় পণ্য রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আদায় করে। এবার সেই পথ আরও শক্তিশালী করতে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে বাংলাদেশের উন্নতির ওপর জোর দিয়েছেন তিনি। মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ, পাকিস্তানসহ গোটা বিশ্বের কাছে একটি আকর্ষণীয় বাজার। সেই সাথে হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির একটি সদস্য দলকে ঢাকায় পাঠানোর আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশের যাত্রীদের পাকিস্তানে যাওয়ার রাস্তা সহজ করতে দীর্ঘদিন ধরেই আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। শুধু তাই নয় বঙ্গভূমির নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ই-ভিসা আবেদনের ব্যবস্থা করেছে দেশটি। অনলাইনে আবেদনের ক্ষেত্রে কয়েক ঘণ্টার মধ্যেই ভিসা পেয়ে যাচ্ছেন ওপার বাংলার জনগণ। এখন শুধু দুই দেশের মধ্যে ডিরেক্ট ফ্লাইট পরিষেবা চালু হওয়ার অপেক্ষা।
আরও পড়ুন: কংগ্রেস নেতার আসন থেকে উদ্ধার নোটের বান্ডিল, তদন্তের নির্দেশ ধনখড়ের