Midnapore Ludhiana Sale: মেদিনীপুরে শীতবস্ত্রের সম্ভার, চলছে লুধিয়ানা সেল

Published On:

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য
Midnapore Ludhiana Sale: প্রতি বছরের মতোই এই বছরও মেদিনীপুর শহরে (Midnapore) হাজির লুধিয়ানা সেল (Ludhiana Sale)! প্রায় ৩০ বছরের পুরাতন ঐতিহ্য বজায় রেখেছেন বস্ত্র ব্যবসায়ী হুমায়ুন। লুধিয়ানার শীতবস্ত্রের সম্ভার নিয়ে মেদিনীপুরে (Midnapore) হাজির হয়েছেন তিনি। নভেম্বরের ২৫ তারিখ থেকে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ও মেডিকেল কলেজ সংলগ্ন ভবঘুরে আবাসের গলিতে বসেছে লুধিয়ানা সেলের (Ludhiana Sale) পসরা। সেল চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

ঐতিহ্যের শুরু প্রায় ৩০ থেকে ৪০ বছর আগে। পাঞ্জাবের লুধিয়ানা থেকে শীতবস্ত্রের সম্ভার নিয়ে মেদিনীপুরে এসে বিক্রি শুরু করেন হুয়ায়ুনের বাবা কায়ুম মালিক। সেই শুরু। তারপর থেকে জেলা শহরে প্রতিবছর হাজির হয় শীতবস্ত্রের লুধিয়ানা সেল। বাবার পর হুমায়ুন এই ব্যবসা চালাচ্ছেন। ক্রমে শীতের সময়ে এই সেল মেদিনীপুর শহরের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। জঙ্গলমহলের বিভিন্ন এলাকা থেকে নির্ধারিত মূল্যে শীতবস্ত্র ক্রয় করতে মানুষজন ভীড় জমান এখানে।

লুধিয়ানা সেলের বর্তমান সংগঠক হুমায়ুন জানিয়েছেন, গুণমান ও সঠিক মূল্যই তাঁর সেলের জনপ্রিয়তার প্রধান কারণ। এই বছর ২৮টি স্টলে চলছে ক্রয় বিক্রয়। সেল চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত৷ এখন কলকাতার বাসিন্দা হুমায়ুনের অনেক আত্মীয়স্বজনও রয়েছেন মেদিনীপুর ও খড়গপুরে। সেই সঙ্গে জেলাবাসীর সঙ্গে এতদিনের ব্যবসায়িক ও আস্থার সম্পর্ক কোথাও গিয়ে তৈরি করেছে আত্মীক যোগ। এই বছরও দলে দলে মানুষ আসছেন শীতবস্ত্র কিনতে। সঠিক গুণমান ও সঠিক নির্ধারিত মূল্য বজায় রাখতে তাই বদ্ধপরিকর হুমায়ুন।