বিক্রম ব্যানার্জী: গ্রেফতারির পর জেল, গুমোট পরিবেশে কারারুদ্ধ থেকেও সেভাবে মুখ খোলেননি কালীঘাটের কাকু! প্রতিবারই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজ অবস্থানে অনড় থেকেছেন তিনি। নিয়োগ দুর্নীতি কান্ডে(WB Recruitment Corruption Case) ইডির মামলায় গ্রেফতার হওয়া সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে শুক্রবার জামিন দিল কলকাতা হাইকোর্ট। তবে ইডির হাত থেকে রেহাই পেলেও সিবিআইয়ের মামলায় এখনই জেল মুক্তি হচ্ছে না সুজয়কৃষ্ণর।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড ব্রাউন্স সংস্থার প্রাক্তন আধিকারিক সুজয় কৃষ্ণের জামিনের পথ মোটেই মসৃণ ছিলনা। তাকে জামিন দেওয়া নিয়ে দীর্ঘ জল গড়িয়েছিল আদালত কক্ষে। তবে দেরিতে হলেও আজ অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের তত্ত্বাবধানে জামিন মঞ্জুর হয়েছে কালীঘাটের কাকুর।
সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থার চরম অবনতির কথা জানিয়ে বারংবার জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবীরা। এবার সেই আবেদনের ভিত্তিতেই ইডির মামলা থেকে মুক্তি পেলেন তিনি। তবে জেল ছাড়া হলো না সুজয়কৃষ্ণর। কেননা, খাতায়-কলমে গ্রেফতার দেখিয়ে কালীঘাটের কাকুকে হেফাজতে পেতে আদালতে আবেদন জানিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করেছে নিম্ন আদালত। সূত্রের খবর জেলে বসেই সুজয়কৃষ্ণকে জেরা করতে হবে সিবিআই আধিকারিকদের।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড ব্রাউন্সে কর্মরত অবস্থায় নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় সুজযকৃষ্ণ ভদ্রের। শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা ভুয়ো নামে অভিষেকের সংখ্যায় পাঠানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। যার ভিত্তিতে 2023 সালের 30 মে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। তারপর থেকেই জেল যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন তিনি। যদিও মাঝে নানান শারীরিক অস্থিরতার মধ্যে দিয়েই অর্ধাঙ্গিনীকে হারিয়েছেন সুজযকৃষ্ণ। তবে শুক্রবার ইডির মামলা থেকে জামিন পাওয়ায় সাময়িক স্বস্তিতে কালীঘাটের কাকু।